অধৈর্য পুরুষেরাই মদ পান করে।
আত্মজাগতিক প্রেমে অভাবী ব্যাক্তি গ্রহণ করে মাদক।
যে নারী মদের গেলাসে ঠোঁট ছোঁয়ায়,
নারীত্বের প্রতি বীতশ্রদ্ধ সে;
নারীত্বে অপূর্ণতাও থাকতে পারে তার।
প্রভু আমাদের জন্য নিষিদ্ধ করেছেন মদ;
সৃষ্টি করেছেন নারী।
নারীর জন্য পুরুষ;
কোমলের জন্য শৌর্য।
দিনের সাথে রাতের দেখা মেলেনা,
মেলেনা চাঁদের সাথে সূর্য্য।
সূর্য্যের আলোতেই কমনীয় হয় চাঁদ,
রাতের পিছে পিঠ করে’ জ্বলে থাকে দিন।
সুধু মিলে যায় নারী আর পুরুষ;
গলন্ত মোম আবার জমাট বাঁধে লোহার বাহুতে।
আর যুবকের জন্য বিয়ের আসর
পূর্ণ করে তোলে কুমারীকে।
দুনিয়াতে মদের প্রয়োজন নেই;
দরকার সুধু নারী-পুরুষের সময়মূল সমীকরণ!
গেলাসে গেলাসে স্ত্রী-ই মদ!
গেলাফে গেলাফে স্বামী আগলে রাখে তা
#Sahadev
No comments:
Post a Comment