- নব প্রেমের উন্মাদনায় মত্ত নই আমি
ওগো অন্তর্যামী সে সকলি জানো তুমি।
তাই সুখ-স্মৃতির সজল বরষায়
আমি ক্ষনিকের স্বস্তি খুঁজে থাকি।
সেই সুখ সাময়িক দিয়ে যায় ঢেউ,
কল্পনা যা পারে দিতে তা পারেনা কেউ।
ওগো অন্তর্যামী,
মধ্যাহ্নের সূর্যের মতন নির্মম যে তুমি।
যখনি চেয়েছি ক্ষনিকের সুখ অবসর
আপনার অন্তরের ব্যথা বেদনার
সবকথা তখনি কী উঠেছিল ফুটি?
স্নপ্নসম শান্তিময় নির্জন দুপুর...
চেয়ে দেখি আঁধারে পড়েছে লুটি।।
Good
ReplyDeleteNice
ReplyDelete