Thursday, November 15, 2018

বাংলা কবিতা

আমায় তুমি খুঁজে নিও নীল আকাশের বুকে,
নীল মেখে রয়েছি ঢেকে আপন মনের দুখে।
মেঘ ভেসে ছুঁটে এসে কখনো করে আড়াল,
মেঘের ফাঁকে দেখবে তবু যদি কর খেয়াল।

তুমি ছিলে চন্দ্র, সূর্য, তুমিই আলোর দিশা,
পূর্ণ ছিল হৃদয়ে আমার তোমার ভালবাসা।
ছিন্ন তুমি ভিন্ন দেশে শূন্য হৃদয় মরুভূমি,
নিঃশেষ আমি ধ্বংস আমি দগ্ধ বুকের জমি।

#Sahadevmandal

Saturday, November 3, 2018

Rabindranath poem

আমারে  কে নিবি ভাই, সঁপিতে চাই আপনারে।
আমার এই   মন গলিয়ে কাজ ভুলিয়ে সঙ্গে            তোদের নিয়ে যা রে ॥

তোরা কোন্‌   রূপের হাটে   চলেছিস   ভবের বাটে,
                   পিছিয়ে   আছি আমি   আপন ভারে--

তোদের ওই   হাশিখুশি   দিবানিশি   দেখে মন   কেমন করে ॥

আমার এই   বাঁধা টুটে   নিয়ে যা   লুটেপুটে--
          পড়ে থাক্‌   মনের বোঝা ঘরের দ্বারে--

যেমন ওই এক নিমেষে   বন্যা এসে
             ভাসিয়ে নে যায় পারাবারে ॥

এত যে   আনাগোনা   কে আছে   জানাশোনা,
       কে আছে   নাম ধ'রে মোর ডাকতে পারে?

যদি সে   বারেক এসে   দাঁড়ায় হেসে
                   চিনতে পারি দেখে তারে ॥

#sahadevmandal

Sunday, October 28, 2018

Bengali poem

সকলের অন্তরালে বিচিত্রের রঙমাখা
বিশাল গগনে তুমি গেছো বারবার
ওগো ভোলামন, আজি ফিরে চাহিবার
বেলা বয়ে যায় দেখি মেলিয়াছো পাখা।
সকলি কি গেছো ভুলি এহেন লালসা,
স্মৃতি শুধু ফিরে চায় কথা ভাসা ভাসা।।

Saturday, October 27, 2018

Bangla kobita

অধৈর্য পুরুষেরাই মদ পান করে।
আত্মজাগতিক প্রেমে অভাবী ব্যাক্তি গ্রহণ করে মাদক।
যে নারী মদের গেলাসে ঠোঁট ছোঁয়ায়,
নারীত্বের প্রতি বীতশ্রদ্ধ সে;
নারীত্বে অপূর্ণতাও থাকতে পারে তার।

প্রভু আমাদের জন্য নিষিদ্ধ করেছেন মদ;
সৃষ্টি করেছেন নারী।
নারীর জন্য পুরুষ;
কোমলের জন্য শৌর্য।
দিনের সাথে রাতের দেখা মেলেনা,
মেলেনা চাঁদের সাথে সূর্য্য।
সূর্য্যের আলোতেই কমনীয় হয় চাঁদ,
রাতের পিছে পিঠ করে’ জ্বলে থাকে দিন।
সুধু মিলে যায় নারী আর পুরুষ;
গলন্ত মোম আবার জমাট বাঁধে লোহার বাহুতে।
আর যুবকের জন্য বিয়ের আসর
পূর্ণ করে তোলে কুমারীকে।
দুনিয়াতে মদের প্রয়োজন নেই;
দরকার সুধু নারী-পুরুষের সময়মূল সমীকরণ!
গেলাসে গেলাসে স্ত্রী-ই মদ!
গেলাফে গেলাফে স্বামী আগলে রাখে তা

                                   #Sahadev

Sunday, February 4, 2018

বাংলা কবিতা

  • নব প্রেমের উন্মাদনায় মত্ত নই আমি
    ওগো অন্তর্যামী সে সকলি জানো তুমি।
    তাই সুখ-স্মৃতির সজল বরষায়
    আমি ক্ষনিকের স্বস্তি খুঁজে থাকি।
    সেই সুখ সাময়িক দিয়ে যায় ঢেউ,
    কল্পনা যা পারে দিতে তা পারেনা কেউ।
    ওগো অন্তর্যামী,
    মধ্যাহ্নের সূর্যের মতন নির্মম যে তুমি।
    যখনি চেয়েছি ক্ষনিকের সুখ অবসর
    আপনার অন্তরের ব্যথা বেদনার
    সবকথা তখনি কী উঠেছিল ফুটি?
    স্নপ্নসম শান্তিময় নির্জন দুপুর...
    চেয়ে দেখি আঁধারে পড়েছে লুটি।।

Tuesday, November 14, 2017

রাত্রি জাগা

রাত্ গভীর হলে একা একা হাঁটি
হেঁটে হেঁটে আমি বহু পথে ঘুরি
আমি সেই সব পথের শেষ খুঁজে ফিরি-
তুমি সুন্দর, তুমি সুন্দরী!
তুমি সৌন্দর্যের ফুল নগরী!
আমি সেই নগরের নাগরীক
আমি সেই পথে হেঁটে যাওয়া লাওয়ারিশ পথিক
আমি , আমি নিচ্ছিন্ন ভবঘুরে যাযাবর,
আমি বুক পকেটে প্রেম নিয়ে চলা চঞ্চল মধুকর।

শুনেছি এই পথে অনেকেই আসে যায়
নেশা ধরা চোঁখে চমকিয়া দাড়ায়!
তারাও সবে বলে যায় হায় –
“তুমি সুন্দর, !
তুমি সৌন্দর্যের ফুল নগরী!”

আমি তাহাদের মাঝে কেউ নই ,
আমি বিনিদ্র রাত্রির বুকে মাথা পেতে শুই,
আমি মরুর উত্তাপ নিয়ে ঘুরি,
আমি ঝড়ের নাভীমূলে যাই উড়ি,
আমি জোছনা নামাই কোহেকাফে
আমি পুষ্পের ঘ্রাণ আহনাফে।

তবু আমি তৃষ্ণার্ত চাতকের মত মরি
আমি সেই সব পথের শেষ খুঁজে ফিরি-
“আহা! তুমি সুন্দর, তুমি সুন্দরী!
তুমি সৌন্দর্যের ফুল নগরী!”

Sunday, April 16, 2017

Introduce with me

Bellow the link>>
Facebook- www.facebook.com/sahadev.mandal143

Twitter- www.twitter.com/sahadev_mandal

Instagram- www.instagram.com/sahadev.mandal143

Google+ - plus.google.com/+SahadevMandal143
Blog- sahadevmandal.blogspot.in


Pinterest- in.pinterest.com/sahadevmandal143/

Reddit- www.reddit.com/user/sahadev_mandal/

Snapchat- www.snapchat.com/sahadev_mandal
VKontake- www.vk.com/id464404693

Tumblr- www.tumblr.com/blog/sahadevmandal

Stumbleupon- www.stumbleupon.com/stumbler/smandal32

Hi5- www.hi5.com/sahadev_mandal

YouTube- https://www.youtube.com/channel/UCuyvZxc-iSHxaUxQJqgGlEg