সকলের অন্তরালে বিচিত্রের রঙমাখা
বিশাল গগনে তুমি গেছো বারবার
ওগো ভোলামন, আজি ফিরে চাহিবার
বেলা বয়ে যায় দেখি মেলিয়াছো পাখা।
সকলি কি গেছো ভুলি এহেন লালসা,
স্মৃতি শুধু ফিরে চায় কথা ভাসা ভাসা।।
Sunday, October 28, 2018
Bengali poem
Saturday, October 27, 2018
Bangla kobita
অধৈর্য পুরুষেরাই মদ পান করে।
আত্মজাগতিক প্রেমে অভাবী ব্যাক্তি গ্রহণ করে মাদক।
যে নারী মদের গেলাসে ঠোঁট ছোঁয়ায়,
নারীত্বের প্রতি বীতশ্রদ্ধ সে;
নারীত্বে অপূর্ণতাও থাকতে পারে তার।
প্রভু আমাদের জন্য নিষিদ্ধ করেছেন মদ;
সৃষ্টি করেছেন নারী।
নারীর জন্য পুরুষ;
কোমলের জন্য শৌর্য।
দিনের সাথে রাতের দেখা মেলেনা,
মেলেনা চাঁদের সাথে সূর্য্য।
সূর্য্যের আলোতেই কমনীয় হয় চাঁদ,
রাতের পিছে পিঠ করে’ জ্বলে থাকে দিন।
সুধু মিলে যায় নারী আর পুরুষ;
গলন্ত মোম আবার জমাট বাঁধে লোহার বাহুতে।
আর যুবকের জন্য বিয়ের আসর
পূর্ণ করে তোলে কুমারীকে।
দুনিয়াতে মদের প্রয়োজন নেই;
দরকার সুধু নারী-পুরুষের সময়মূল সমীকরণ!
গেলাসে গেলাসে স্ত্রী-ই মদ!
গেলাফে গেলাফে স্বামী আগলে রাখে তা
#Sahadev
Subscribe to:
Posts (Atom)