Thursday, November 15, 2018

বাংলা কবিতা

আমায় তুমি খুঁজে নিও নীল আকাশের বুকে,
নীল মেখে রয়েছি ঢেকে আপন মনের দুখে।
মেঘ ভেসে ছুঁটে এসে কখনো করে আড়াল,
মেঘের ফাঁকে দেখবে তবু যদি কর খেয়াল।

তুমি ছিলে চন্দ্র, সূর্য, তুমিই আলোর দিশা,
পূর্ণ ছিল হৃদয়ে আমার তোমার ভালবাসা।
ছিন্ন তুমি ভিন্ন দেশে শূন্য হৃদয় মরুভূমি,
নিঃশেষ আমি ধ্বংস আমি দগ্ধ বুকের জমি।

#Sahadevmandal

No comments:

Post a Comment